প্রতিনিধিত্বমূলক ছবি
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গোপন মুহূর্তের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকা ছাত্রীর পরিবার।
জানা যায়, মন্দির বাজার থানার নিশাপুর গ্রামের অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে এলাকারই এক যুবক এক্রামুল মোল্লা প্রেমের পরিণয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে এমনকি গোপন মুহূর্তে ভিডিও ক্যামেরাবন্দি করে রাখে প্রেমিক এক্রামুল মোল্লা।
পরে ওই নাবালিকা অভিযুক্ত যুবকের ডাকে না যাওয়াতে সোশ্যাল মিডিয়ায় নাবালিকার নগ্ন ভিডিও ভাইরাল করে নাবালিকার সাথে ব্ল্যাকমেইল করতে থাকে প্রেমিক।
ঘটনায় বৃহস্পতিবার মন্দির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার। অন্যদিকে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মন্দির বাজার থানার পুলিশ।
Comments