top of page

অস্ত্র চোরাচালান ব্যর্থ! বাংলাদেশে পাচার করতে চাওয়া বিদেশী অস্ত্র আর গুলি বাগদায় এলো কোথা থেকে?


উত্তর ২৪ পরগণা বাগদা সীমান্তের ৬৮ নাম্বার ব্যাটালিয়নের মধুপুর বি ও পি র জওয়ানরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র চোরাচালানকে ব্যর্থ করে এবং ৪টি বিদেশী তৈরি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৫০টি কার্তুজ উদ্ধার করে। চোরাকারবারীরা ভারত থেকে এই অস্ত্র ও কার্তুজ বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।


গোপন সূত্রে খবর, ৩০শে সেপ্টেম্বর রাত সাড়ে বারটার দিকে নজরদারি ক্যামেরায় বাগদার ৬৮ ব্যাটালিয়নের মধুপুরে এলাকায় প্রহরারত জওয়ানরা বাংলাদেশ দিক থেকে ৩ জনকে আসতে দেখেন।ভারতের সীমান্তের মধ্যে এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে কিছু জিনিসপত্র নিয়ে যেতেও দেখা যায়।


জওয়ানরা দুই দিকের ব্যক্তিদের হুশিয়ার করে এবং থামানোর চেষ্টা করে। তবে হুসিয়ারির পরোয়া না করে চোরাকারবারীরা সীমান্তের দিকে এগিয়ে যেতে থাকলে সৈন্যরা নন-লিথাল গুলি চালায়। এই গুলির আওয়াজ শুনে চোরাকারবারীরা ঘন ঝোপের সুযোগ নিয়ে দূরে পালিয়ে যায়।


তারপরই জওয়ানরা এলাকাটি নিখুঁতভাবে তল্লাশি চালায়। তাঁরা একটি ব্যাগ উদ্ধার করে, যাতে ছিল ৪টি ইউ.এস.এ-তৈরি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৫০টি জীবন্ত কার্তুজ রয়েছে।এই সব জিনিস উদ্ধার হওয়া, বিদেশি পিস্তল ম্যাগাজিন ও কার্তুজ বাগদা অঞ্চল থেকে বদল করা হয়েছে বলে সূত্রে খবর।

Comments


bottom of page