top of page

বনগাঁয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতিকে মারধরের অভিযোগ

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN



উত্তর ২৪ পরগনার বনগাঁ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনিমা মণ্ডলকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের ২০২৩ সালের পঞ্চায়েতের প্রার্থী প্রেমচাঁদ সরকার ও তার লোকজনের বিরুদ্ধে ।


প্রেমচাঁদ সরকার বনগাঁ পঞ্চায়েত সমিতি বর্তমান সহ-সভাপতি জাফর আলী মন্ডল এর অনুগামী বলে অভিযোগ অনিমা মণ্ডলের । ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ৯৫/৬ নাম্বার পাঁচবেড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন প্রেমচাঁদ সরকার ।


অভিযোগ প্রেমচাঁদ সরকার হেরে যাওয়ার পর থেকেই অনিমা মণ্ডলকে নানাভাবে হেনস্থা করতে থাকে জাফর আলী মণ্ডল এর লোকজন । অনিমা মন্ডলের অভিযোগ জমি জমা নিয়ে সমস্যাকে কেন্দ্র করে আজ তাদের উপরে চড়াও হয়, প্রেমচাঁদ সরকার সহ তার লোকজনের ।


তাঁকে যখন মারধর করে তখন ঠেকাতে গেলে তার ছেলে বৌমাকেও মারধর করে বলে অভিযোগ । অনিমা মণ্ডল বর্তমানে বনগা মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।


অনিমা মণ্ডল এই বিষয়ে মৌখিকভাবে গোপালনগর থানায় অভিযোগ জানালে গোপালনগর থানার পুলিশ ভবেশ সরকার নামে একজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে ।


এই বিষয়ে বর্তমান বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাফর আলী মণ্ডল বলেন এটা কোন রাজনৈতিক গন্ডগোল নয় । পাশাপাশি দুটো পরিবারের সীমানা নিয়ে বিবাদের কারণে মারামারিতে জড়িয়ে পড়েছিল । দুটো পরিবারই প্রশাসনের দ্বারস্থ হয়েছে তদন্ত করে প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে ।


যদিও বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছেন । চারবারের পঞ্চায়েত সমিতির সদস্য দুবারের পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি তাকে দলের লোকই হেনস্থা করছে । এটাই তৃণমূলের কালচার ।


ফোনে গোষ্ঠী কোন্দলের কথা উড়িয়ে দিয়েছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস । তিনি বলেন এটা কোন রাজনৈতিক বিষয় নয় দুটি পরিবারের সীমানা নিয়ে বিপদের কারণে এই গন্ডগোল।

Comments


bottom of page