top of page

ফের বাজির আড়তের হদিস মিল

দত্তপুকুর বাজির আড়তে বিস্ফোরণের এক সপ্তাহ হয়ে গিয়েছে। তার রেস কাটতে না কাটতেই,এরই মধ্যেই এক বাজি ভাণ্ডারে হদিস পাওয়া গেল মোচপালের পাশেই দুটি গ্রামে - কাঠুরিয়া আর নারায়ণপুর।



এই দুই গ্রামের বাজি ভাণ্ডারে পাওয়া গেছে বাজি ও বাজি তৈরির উপাদান।


মোচপালের দুর্ঘটনার পর দুশ্চিন্তায় পরে গেছে এই দুই গ্রামের বাজি কারিগররা। আর কিছুদিন বাকি দূর্গা পুজোর, তার আগেই বাজি বানানোর জন্য কোটি কোটি টাকা লগ্নি করেছেন।


কাঠুরিয়া আর নারায়ণপুর গ্রামের কারিগররা তাদের ব্যবসাকে বাঁচাতে তাদের মজুত সামগ্রী পাঠিয়ে দিচ্ছে জালশুকা ও তালধরিয়া গ্রামে। সেখানেই নিরাপদে তৈরী হচ্ছে বাজি। ওই এলাকায় এখনো পুলিশ অভিযান চালায়নি।

মোচপালের এক বাসিন্দা জানিয়েছেন, তারা বেআইনি বাজি তৈরী রুখতে এক কমিটি গর্তে চলেছেন যা তে এইসব বেআইনি কাজ বন্ধ করতে পারে। গ্রামের শান্তি বজায় রাখার জন্য।

Комментарии


bottom of page