top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

ফের বিস্ফোরণ দত্তপুকুরে! আতঙ্কিত এলাকাবাসী



ফের দত্তপুকুরে বোমা বিস্ফোরণ। দত্তপুকুর থানার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা গ্রামে বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।


মঙ্গলবার রাত এগারোটা নাগাদ যখন এলাকার মানুষ ঘুমোচ্ছিলেন, সেই সময় হঠাৎ এ বিকট শব্দে কেপে ওঠে এলাকা। বিস্ফোরণে প্রায় ছ ফুট বাই ছ ফুট জায়গা গর্ত হয়ে যায় খবর জানার পরে এলাকায় পৌঁছায় দত্তপুকুর থানার পুলিস।


আতঙ্কিত এলাকাবাসী অভিযোগ করছেন, ফাঁকা বাঁশ বাগানে মঙ্গলবার রাতে বিস্ফোরণ ঘটে। তবে এই এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।


ইতিমধ্যেই, ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছে দত্তপুকুর থানার পুলিশ ও কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। জমিটি কার বা কারা এই বোমা মজুত করে গেছে তা নিয়ে কিছু বলতে পারছেন না এলাকাবাসী। তাঁদের দাবি, এ কাজ সিপিআইএম ও আইএসেফ-এর লোকজনদের।


দুই দল যোগসাজশ করেই এই বেআইনি জিনিসপত্র মজুত করে রেখেছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আরও মজুত বাজির সন্ধান পাবে এই বাগানে। ঘটনা প্রসঙ্গে তৃনমূলের অঞ্চল সভাপতি নিজামুল কবির বলেন, "পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ উপযুক্ত পদক্ষেপ নেবে।"


Comments


bottom of page