top of page

কাকদ্বীপে স্কুলের হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

স্কুলের হোস্টেল থেকে উদ্ধার হওয়া অষ্টম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়ায় কাকদ্বীপে। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার অন্তর্গত বামনগর সুবলা উচ্চ বিদ্যালয়ে।


বিদ্যালয়ের রুম থেকে আজ দুপুর বেলা উদ্ধার করা হয় অনুশঙ্কর মণ্ডলের ঝুলন্ত দেহ। অনুশঙ্কর অষ্টম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায় যে, সেই ছাত্র স্কুলের হোস্টেলেই থাকতো।


আজ রবিবার ছুটির দিনেও হোস্টেলেই ছিল সকালে বন্ধুদের সাথে পড়াশোনাও করেছে সে। আজ দুপুর বারোটা নাগাদ হোস্টেলের খাওয়া-দাওয়া যখন প্রায় শেষ হওয়ার মুখে, তখন হঠাৎ হোস্টেল সুপারের নজরে আসে হোস্টেলের রুমে কিংবা খাওয়ার জায়গায় কোথাও নেই অনুশঙ্কর।


এরপর হোস্টেল সুপার সহ বাকি অন্যান্য ছাত্ররা মিলে অনেকক্ষন খোঁজাখুঁজির পর স্কুলের তিন তলায় ৩১৪ নাম্বার রুমে ঝুলন্ত অবস্থায় সেই ছাত্রের মৃতদেহ আবিষ্কার করে।।


প্রায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কাকদ্বীপ থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ মৃত্যুটি অস্বাভাবিক বলে সাব্যস্ত করে অনুশঙ্করের প্রাণহীন দেহটিকে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠায়।


কী কারণে অনুশঙ্কর এমন চরম সিদ্ধান্ত নিলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ছাত্রের পরিবারকে এই দুঃসংবাদটি দেওয়া হয়েছে। এবং কাকদ্বীপ থানার পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে।

Comentários


bottom of page