top of page

জোর ধাক্কা তৃণমূলের, খেজুরির পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপির

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


খেজুরি দু নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে তৃণমূলকে টেক্কা দিলো বিজেপি। ৯- টি কর্মাধ্যক্ষ পদেই জয় বিজেপির!


বিজেপিকে টপকে সভাপতি এবং সহ সভাপতি পদ তৃণমূল দখল করলেও আজ স্থায়ী সমিতি গঠনে তৃণমূলকে হারিয়ে ভোটাভুটিতে জয় পেল বিজেপি।


উল্লেখ্য, গণ্ডগোলের কারনে গত ৫ সেপ্টেম্বর বন্ধ হয়ে গিয়েছিল খেজুরি দু নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন। আদালতের নির্দেশে সেই বোর্ড গঠন আজ হলো পুর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে।


কড়া পুলিশি প্রহরায় হয় এই সমিতির স্থায়ী সমিতি গঠন। কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের কড়া নিরাপত্তায় খেজুরি দু নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন। স্থায়ী সমিতির নটি আসনেই বিজেপি জয়লাভ করে। তৃণমূলের অভিযোগ টাকার বিনিময়ে শিশির অধিকারী বিজেপিকে ভোট দিয়েছেন।


অন্যদিকে, শিশির অধিকারীর দাবি, তিনি উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন!


আজ দিন দিনভর এই ভোট প্রক্রিয়াকে ঘিরে গোটা জেলাশাসক কার্যালয় নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল।

Comments


bottom of page