top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

বাঁকুড়ায় বিজেপি বনাম বিজেপি, সুভাষ সরকার ও সুনীল রুদ্র মন্ডলের গোষ্ঠীর মধ্যে হাতাহাতি


বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর এলাকায়,কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে দলের কর্মীদের ক্ষোভ কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছিল।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল দল পরিচালনার ক্ষেত্রে একনায়কতন্ত্র চালাচ্ছেন। এবার সুভাষ সরকারের বিরুদ্ধে দলের কর্মীদের একাংশের রাস্তায় নামাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়াল বিজেপির দুই গোষ্ঠী সূত্রে খবর।


এই অভিযোগ তুলে আগেই বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। বিজেপির খোদ বাঁকুড়া জেলা কার্যালয়ে দীর্ঘক্ষণ তালাবন্দী থাকতে হয় কেন্দ্রীয় মন্ত্রীকে।


রবিবার রাস্তায় টায়ার জ্বালিয়ে শালতোড়ায় বিক্ষোভ দেখান দলেরই একাংশ। আজ বাঁকুড়ার সিমলাপাল থানার লক্ষ্মীসাগরে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ এই সময় 'স্বচ্ছ

অভিযান' কর্মসূচীতে অংশ নেওয়া বিজেপির অপর একটি অংশ আচমকাই বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে মারধর ও ধাক্কাধাক্কি করে।


একাই দলের অন্দরেই দুই গোষ্ঠীর এই হাতাহাতিতে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে লক্ষ্মীসাগরে। এই ঘটনার জন্য এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। এভাবে গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব সূত্রে খবর।

Comentarios


bottom of page