top of page

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জায়গায় সমাবেশ করার লক্ষ্য বিজেপি দলনেতার



কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতদের সমাবেশ হবে কলকাতায়। এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবন অবস্থানের সময় শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন। রবিবার রাতে বিজেপির কোর কমিটির সেই ঘোষণা সাংগঠনিক শিলমোহর পেল। সেই সমাবেশ হওয়ার কথা ২৯ শে নভেম্বর। বিজেপি সেই সমাবেশ করতে চাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউস এর সামনে। সেই জায়গায় যেখানে প্রতিবছর একুশে জুলাই তৃণমূল তাদের শহীদ দিবস পালনের মঞ্চ বাঁধে। রাজ্য বিজেপির নেতাকর্মীদের জামায়াতের লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় এবং পছন্দের সেই জায়গাতেই।


১০০ দিনের আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই নবান্ন শাসক দল তথা তৃণমূল অভিযোগ করছে। গত ২ অক্টোবর দিল্লিতে সর্বভারতীয় সম্পাদক অভিষেক সেই নিয়ে আন্দোলনে বসেছিলেন। সেখানে মন্ত্রীর সাথে দেখা না হওয়ায় কলকাতায় ফিরে রাজভবনের সামনে ধরনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর মন্ত্রী নিজে কলকাতায় আসে অভিষেকের অভিযোগের জবাব দিতে। ঠিক সেই সময় রাজ্যের বহু যোগ্য মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ-সুবিধা পাননি সেই নিয়ে বিরোধী দলনেতা পালটা অভিযোগ তোলেন।


রবিবারে কোর কমিটির বৈঠকে সেই সমাবেশে স্থান-কাল ঠিক হওয়ার পাশাপাশি এটাও ঠিক হয় যে সেদিন কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতিও আসবেন। এছাড়াও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহকে উপস্থিত যাতে করানো যায় সেই চেষ্টা করা হবে। রবিবার সন্ধ্যেবেলায় বিজেপির সল্টলেক দফতরে এই বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বটেই। এছাড়াও হাজির ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

Comments


bottom of page