দু বছরেই বেহাল প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সড়ক যোজনায় তৈরি রাস্তার! রাস্তায় জমে থাকা জলে মাছ
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 25, 2023
- 1 min read

কয়েক বছর আগে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সড়ক যোজনায় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের সোনাকুড়ি থেকে ফলহাঁড়ি যাওয়ার রাস্তাটি তৈরি হয়েছে।
তবে দু বছরের মধ্যেই রাস্তার বেহাল অবস্থা। খানাখন্দে ভরে গিয়েছে, সাথে রাস্তায় জমেছে জল। আর সেই রাস্তায় জমে থাকা জলে সোমবার সকালে দোগাছিয়া পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্য এবং স্থানীয় এলাকার কর্মীরা জলে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ জানালেন।
বিজেপি সদস্যদের দাবি, দু বছরের মধ্যে এত টাকা ব্যয় হওয়ার পরেও রাস্তার এত খারাপ অবস্থা হয় কী করে? তাই তারা এই প্রতীকী প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। তাদের দাবি অবিলম্বে এই রাস্তা ঠিক করার ব্যবস্থা করতে হবে।
এই প্রতিবাদে সামিল হয়েছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য রাজীব ভৌমিক,মন্ডল সভাপতি নিতাই চক্রবর্তী সহ বিজেপি-র বিভিন্ন কার্যকর্তারা।
Comments