top of page
Writer's pictureJulie Shaw, WTN

অষ্টম শ্রেণীর শংসাপত্র বিতর্কের মধ্যেই বিজেপি বিধায়ক দিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষা।


উত্তর ২৪ পরগনার বনগাঁ-র বিধায়ক স্বপন মজুমদার দিলেন উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। অষ্টম শ্রেণীর শংসাপত্র বিতরণের মাঝেই বুধবার পরীক্ষা দিলেন তিনি।


বিজেপি বিধায়ক বনগাঁর সাত ভাই কালীতলার কালিতলা বিশ্ববন্ধু শিক্ষানিকেতন হাই স্কুলে এডুকেশন পরীক্ষা দিলেন আজ। তাঁর মতে, শিক্ষার কোন বয়স নেই। সুতরাং তিনি যে কোন বয়সেই প্রস্তুত শিক্ষা লাভ করতে পারেন।।


জানা যায় রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বোর্ডের মাধ্যমে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তিনি। তিনি বলেন আগের বছর তিনটি বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন তিনি। এই বছর আরো দুইটি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন তিনি।


আজ বুধবার তিনি এডুকেশন পরীক্ষা দিয়েছেন এবং জানিয়েছেন আগামী ১৯ তারিখ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দেবেন।


তার পরীক্ষা ভালো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আগামী দিনে তিনি যাতে গ্র্যাজুয়েশন পরীক্ষায়

উত্তীর্ণ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দারুস্থ হয়েছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানী সরকার এবং তারপর বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। আর তা নিয়েই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর।


তবে আজ বুধবার স্বপন মজুমদারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া নিয়ে আবার প্রশ্ন তুলেছেন পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। তিনি বলেন যে, "বিধায়কের এইট পাশ সার্টিফিকেট জাল। তিনি কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। এবং পর্ষদের কাছে আমি আবেদন করবো, এই বিষয় নিয়ে যাতে তদন্ত হয়।

Comments


bottom of page