top of page

বিজেপির বিধায়ককে ঘিরে রেখে বিক্ষোভ

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

এলাকায় দীর্ঘদিন কাজ না হওয়ায় ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন মদনমোহনপুর এবং পঞ্চগ্রাম এলাকার মানুষজন।


আজ ২০শে সেপ্টেম্বর ভগবানপুর বিধানসভার মদনমোহন পুর ও পঞ্চ গ্রাম জনসংযোগ করতে আসেন বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তাই এলাকার মানুষ ঘিরে রেখে বিক্ষোভ দেখান।


এলাকার মানুষের বক্তব্য, বিধানসভার ভোটের পর থেকে বিধায়ক এলাকায় আসেন না। বন্যা হওয়ার পরেও আসেননি। বিধায়ক এখন কেন এসেছেন?


পটাশপুরের মথুরা ও আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত ভগবানপুর বিধানসভার অন্তর্গত। সেই ভগবানপুরে এবারে বিজেপির বিধায়ক হয়েছেন রবীন্দ্রনাথ মাইতি। বুধবার পটাশপুরের মথুরা গ্রাম পঞ্চায়েতে মদনমোহনপুর ও পঞ্চগ্রামে বিজেপি জনসংযোগ কর্মসূচিতে এসেছিলেন বিজেপি বিধায়ক।


অভিযোগ সেই সময় বিধায়ককের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ভোটে জেতার পরে এলাকায় মানুষের সুবিধা অসুবিধায় কেন এলাকায় দেখা যায়নি অভিযোগ করেন বিক্ষোভ কারীরা।


বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি অবশ্য বলেন যে, ওরা আমাকে ঘিরে আবদার করেছে। তাঁর কথায়, "এলাকার একাধিক খালে কাঠের জীর্ণ সাঁকো তৃণমূল প্রতিশ্রুতি দিয়েও কংক্রিটের করে দেয়নি বলে গ্রামের মানুষ আমার কাছে দাবী জানিয়েছেন'।

Comments


bottom of page