top of page
Writer's pictureAfsana Nigar, WTN

পরাজয়ে বিপর্যস্ত বিজেপি, হারের কারণ নিয়ে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব



ধুপগুড়ি নির্বাচনের ফলাফল হাতে এসে গেছে। বিজেপি ৪ হাজারেরও বেশী ভোটে পিছিয়ে তৃণমূলের থেকে। প্রাক্তন বিজেপি বিধায়ক মিতালী রায় ৩রা সেপ্টেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।এবং তিনি আশাবাদী ছিলেন যে আসন্ন উপ নির্বাচনে তিনিই জিতবেন। তবে তৃণমূল তাকে টিকিট না দেওয়ায় দল ছেড়ে যোগ দেন বিজেপিতে। টিকিটও দেয় বিজেপি। উত্তরের শক্তঘাঁটির বিধানসভা আসনটি ধরে রাখতে নির্বাচনে নির্মল রায়ের বিপক্ষে দাঁড়িয়েছিলেন মিতাল তবে শেষ রক্ষা হল না। চার হাজারেরও বেশী ভোটে মিতালী হারলেন, বিজেপি হারল।

বিজেপির এই বিপর্যয়ে অখুশি কেন্দ্র। তাই এই হারের কারণ জানতে কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির নেতাদের তলব করল। বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কলকাতায় আসছে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। কলকাতায় এসেই রাতে বঙ্গ বিজেপি দপ্তরে বৈঠকে বসবেন সাধারণ সম্পাদক। হারের কারণ খুঁজতে মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব।


জিতে যাওয়া আসন হাতছাড়া হয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না কেন্দ্রীয় শিবির। তার ওপর ২৪-এর লোকসভার আগে ঘরের মাঠে ভরাডুবিতে চাপেই কেন্দ্রীয় নেতৃত্ব। প্রসঙ্গত ধুপগুড়ির উপনির্বাচন সহ দেশের অন্যান্য উপনির্বাচন ছিল ইন্ডিয়া জোটের লিথমাস টেস্ট । সেই টেস্টে স্টার পেয়েছে পাস করল জোট। তাই এই ছন্দে লোকসভা ভোটে জোট মাঠে নামছে মোদি সরকারের ভোটের ভান্ডারে যে ভালো টান পড়বে তা বুঝেছে বিজেপি। তাই তড়িঘড়ি বঙ্গ সফর। ২৪ বাঁচাতে মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব।


Yorumlar


bottom of page