top of page

নবান্নে ঢুকতে 'না' শুভেন্দুকে, শনিবার ফের ডেকে পাঠালেন স্বরাষ্ট্র সচিব


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের মাঝেই নবান্নে আসতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তাঁকে অনুমতি দিলেন না স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা।


এতে বেজায় চটলেন শুভেন্দু। বিধানসভা থেকেই সংবাদমাধ্যমকে জানান, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি এবং রাস্তাঘাটের বেহাল দশার কথা জানাতে এসেছিলেন স্বরাষ্ট্রসচিবকে। কিন্তু তাঁকে দেখা করার সুযোগ পর্যন্ত দিলেন না গোপালিকা।


নবান্ন সূত্রের খবর, দেখা না করলেও বিরোধী দলনেতাকে এদিন একটি চিঠি পাঠিয়ে গোপালিকা। চিঠির বক্তব্য আগামী শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে যে কোনও সময়ে নবান্নে এসে তাঁর সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু। যদিও সেই চিঠি প্রকাশ্যে আসার আগেই ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা।


উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদান এককালীন মমতা ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী। ২০২২ সালের নবান্ন অভিযান কর্মসূচিতে যোগ দিলেও গ্রেফতার করা হয় তাঁকে। কিন্তু তৃণমূল ছাড়ার পর এই পর্যন্ত রাজ্যের প্রধান সচিবালয় নবান্ন মুখো হননি শুভেন্দু। তবে বুধবার কেন নবান্নে যেতে চাইলেন তিনি?


বিরোধী নেতার বক্তব্য,"‘গত সাত দিন আমি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরেছি। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি খুবই খারাপ। সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলি উপচে গিয়েছে। পুজোর আগে শিশুদের নিয়ে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। ডেঙ্গি নিয়ে রাজ্যবাসীর উদ্বেগের কথাই বলতে যেতে চেয়েছিলাম।"


বিরোধী দলনেতার আরো সংযোজন, ‘‘আমি স্বরাষ্ট্রসচিবকে পুজোর আগে রাস্তাঘাট ঠিক করার প্রয়োজনীয়তার কথা বলতে চেয়েছিলাম। আমি খুব কম সময় নিয়ে কথাগুলো বলতে চেয়েছিলাম। উপরে উঠতে না দিয়ে নীচে এসেও কথা বললে আমি সন্তুষ্ট হতাম।’’


শুভেন্দুর অভিযোগ, এ রাজ্যের আমলারা বিরোধীদের জনস্বার্থ বিষয়ে প্রস্তাবে কর্ণপাত করেন না।

জয়িতা চৌধুরী

Comentarios


bottom of page