top of page

মালদহে জেলাশাসকের অফিস চত্বরে উত্তেজনা

ভাঙন উদ্বাস্তুদের নিয়ে অবস্থানে বসলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। রতুয়ায় ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি নিয়ে শুক্রবার দুপুর নাগাদ জেলাশাসকের দপ্তরে দেখা করতে যান বিজেপি সাংসদ।



জেলাশাসকের দপ্তরের চত্বরে ঢোকার মুখেই মূল গেট বন্ধ করে দেয় পুলিশ। জেলাশাসক দপ্তরের না থাকায় ক্ষোভ উগড়ে দেন বিজেপি সাংসদ। তাঁর সঙ্গে ছিলেন রতুয়ার কান্তুটোলায় ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির লোকজন। অতিরিক্ত জেলাশাসক দেখা করে কথা বলতে চাইলেও রাজি নন

বিক্ষোভকারীরা। জেলাশাসক ছাড়া অন্য কারও সঙ্গে কথা বলতে নারাজ।


জেলা কালেক্টরেট চত্বরে ঢোকার মুখে রাস্তাতেই বসে ধর্না চালায় বিজেপি। জেলাশাসককে সরাসরি তাঁর ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে হবে। পুনর্বাসনের সুস্পষ্ট আশ্বাস দিতে হবে প্রশাসনকে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

Comments


bottom of page