top of page

গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যকে থানায় আটকে রাখার প্রতিবাদ, থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির


বীরভূমের মহম্মদ বাজারের পুরাতন গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য উত্তম দাসকে থানায় আটক করা হয়। আটক করে রাখার প্রতিবাদে থানা ঘেরাও করে বিজেপি বিক্ষোভ করে।


বিজেপির পঞ্চায়েত সদস্য উত্তম দাসের ছেলে রানা দাস স্থানীয় জলকলে ঠিকা শ্রমিকের কাজ করতেন অপারটার হিসেবে।


অভিযোগ তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। উত্তম দাসকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিলো কিন্তু সে রাজি হয়নি। বিজেপির দাবি তৃণমূলে যোগ না দেওয়ায় তৃণমূলের চাপে রানাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে।


এ নিয়ে তৃণমূল বিজেপির একে ওপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে। তৃণমূলের মহম্মদ

বাজার থানার পুলিশ বিজেপির পঞ্চায়েত সদস্যকে থানায় ডেকে পাঠায়। এরপর বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি, কেন আটক করা হলো সেই প্রশ্ন তুলে।


যতক্ষণ উত্তম দাসকে ছাড়া হচ্ছে ততক্ষন আন্দোলন চলবে বললেন বিজেপি নেতৃত্ব। তৃণমূলের নেতা কালিপ্রসাদ ব্যানার্জি বলেন, "আমাদের নেতাকে মারধর করেছে বিজেপি। পুরাতন গ্রামে তৃণমূলে বিজেপি সদস্য নেয়ার কোনো প্রশ্নই নেয়।"

Kommentare


bottom of page