ভোররাতে ঝাড়খন্ড থেকে বীরভূম আসা একটি গরু বোঝায় গাড়ি আটকালো গ্রামের মানুষ। সাড়ে তিনটে নাগাদ প্রায় ১৫ টি গরু বোঝাই একটি পিকআপ ভ্যানকে ঝাড়খণ্ড থেকে বীরভূমের দিকে আসতে দেখা যায় । গ্রামবাসীদের তাড়া খেয়ে ভয় পেয়ে ভ্যান চালক একটি মাটির বাড়িতে ধাক্কা মারে।গ্রামবাসীরা ভ্যানের চালক এবং খালাসিকে আটক করে রামপুরহাট থানার পুলিশকে খবর দেয় । ভ্যানটির সঙ্গে চালক এবং খালাসীকে আটক করে।
গরু পাচার কাণ্ডে তিহার জেলে অনুব্রত মণ্ডলের মামলার তদন্ত করছে সিবিআই। ঠিক সেই সময়ই ভিন রাজ্য থেকে রাতের অন্ধকারে কিভাবে বীরভূম জেলায় গরু পাচার চলছে? গ্রামবাসীদের দাবি, বীরভূম ঝাড়খন্ড সীমান্তবর্তী হস্তিকাঁদা মোড়ে রামপুরহাট থানার পুলিশের ক্যাম্পের পাশাপাশি প্রতিটি গ্রামে রয়েছে সিভিক ভলেন্টিয়ার। তাদের চোখ ফাঁকি দিয়ে গরু পাচারের গাড়িটি গ্রামে ঢুকলো কি করে? প্রশ্ন উঠছে প্রশাসনের গাফিলতি নিয়ে। তবে শুধুই কি প্রশাসনের গাফিলতি? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ? প্রশ্ন থেকেই যাচ্ছে
コメント