top of page

বিশ্বভারতীর হাতে যেন না যায় কালিসায়ার মোড়রের রাস্তা, এলাকাবাসীর চিঠি মুখ্যমন্ত্রীকে


বিশ্বভারতী শান্তিনিকেতনের পোস্ট অফিস মোড় থেকে কালিসায়ার মোড় পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা। সেই রাস্তার হাত বদল চেয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ আবেদন করেছিল রাজ্য সরকারের কাছে। এরপর আজ শান্তিনিকেতনের প্রাক্তনী আশ্রমিক সুবীর বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় বাসিন্দারা একসাথে হয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে আর্জি, ওই রাস্তা কোনভাবেই বিশ্বভারতীর হাতে যেন না দেওয়া হয়।


বিশ্বভারতীর হাতে রাস্তা না দেওয়ার কারণ হিসেবে তারা বলেন, যখন বিশ্বভারতীর হাতে রাস্তা ছিল, তখন সাধারণ বাসিন্দাদের বা প্রাক্তনীদেরকে হেনস্তা করা হয়েছিল।যদিও আবার রাজ্য সরকার বিশ্বভারতীর হাতে রাস্তাটি দিয়ে দেয়। তাহলে এবারও একইভাবে হেনস্থা হতে হবে বাসিন্দাদের বা আশ্রমিকদেরকে। চিঠিতে এটাও উল্লেখ করা হয়েছে যে এই রাস্তা দিয়ে ভারী যান চলাচল করা যাবে না।


বিশ্বভারতী কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্রমশই বাড়ছে দুরত্ব ও ক্ষোভ। আর সেই তরজাই এবার আরও এক ঘাট উঁচু সুরে শোনা যাচ্ছে শান্তিনিকেতনে।

Comments


bottom of page