top of page

মেদিনীপুরে বাস ও বাইকের সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর, বাম্পের দাবি


মেদিনীপুর বাস ও বাইকের সংঘর্ষে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার ও এসআরপি অফিসের সামনে সড়কে।


ইন্দা থেকে বাসস্ট্যান্ডের দিকে বাসটি যাচ্ছিল। আর গোলবাজারে দিক থেকে আসছিল একটি বাইক। বাসের সাথে বাইকটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।কিছুক্ষণের জন্য এলাকায় যানজটের সৃষ্টি হয়।


খড়গপুরের এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে এলাকার লোকদের সহযোগিতায় নিজেই রাস্তা থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃতের পরিচয় এখনো জানা যায়নি।


বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলবার কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে এলাকার লোকেরা। যে এলাকায় দুর্ঘটনা হয়েছে সেটি খুবই জনবহুল এলাকা বলে দাবি করেছেন তাঁরা।


তবে সেই রাস্তায় কোনো বাম্প নেই বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি ওই রাস্তার উপর বাম্প বানানো হোক।

Commenti


bottom of page