top of page

দিল্লিতে বাইডেন , জি টোয়েন্টির মাঝেই মোদি বাইডেন বৈঠকের দিকে নজর

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন মার্কিন প্রেসিডেন্টের জো বাইডেন ।



জি-২০ সম্মেলন শুরুর প্রাকলগ্নে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন মোদী-বাইডেন।


মোদি বাইডেনের এই দ্বিপাক্ষিক বৈঠকের দিকে তাকিয়ে সমগ্র বিশ্ব। সম্ভাব্য কী কী বিষয় নিয়ে মোদী-বাইডেনের এই বৈঠক হতে পারে, তা নিয়ে কৌতূহলী সাড়া বিশ্ব।


বহুপাক্ষিক বিনিয়োগসহ বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতার বিষয় ছাড়াও নিম্ন ও মধ্যম-আয়ের দেশগুলিতে যুদ্ধের প্রভাব।এছাড়া শিল্পোদ্যোগে বিনিয়োগ বৃদ্ধি।


আইএমএফ ও বিশ্ব ব্যাঙ্কের নীতি ও সংস্কার ছাড়াও বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুগত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়া সম্ভব।


প্রতিরক্ষা এবং সামরিক বিষয়গুলির মধ্যে ইন্দো-প্যাসিফিক মহাসাগর জুড়ে নিরাপত্তা সংক্রান্ত দিকগুলিও আলোচনার অন্তর্ভুক্ত হতে পারে। এছাড়া, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের মোকাবিলায় ‘কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ’ বা কোয়াড সংক্রান্ত বিষয়টিও উঠে আস্তে পারে এই দ্বিপাক্ষিক আলোচনায়।


বিশ্বশান্তি নিয়ে দুই রাষ্ট্রপ্রধান সম্ভবত ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনাও আদানপ্রদান করতে পারেন জি-২০ সম্মেলনের আগে।


দেবমাল্য ভট্টাচার্য

Comments


bottom of page