top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

কংগ্রেসের চিন্তা ডিসেম্বরে দ্বিতীয় 'ভারত জোড়ো’-র



রাহুল গান্ধীর দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা ২ অক্টোবর থেকে শুরু নাও করতে পারেন। তার বদলে তেলেঙ্গানা মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থান,মিজোরামের বিধানসভা নির্বাচন মিটে গেলে কংগ্রেসের অন্দরমহলে ভাবনা-চিন্তা চলছে ডিসেম্বর থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করা নিয়ে।


কংগ্রেস সূত্রের খবর, প্রাথমিকভাবে যে পরিকল্পনা ছিল গুজরাট থেকে দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা শুরু হয়ে উত্তর পূর্বে শেষ হবে। এই যাত্রা শুরু করা নিয়ে ফের কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দাবি উঠেছে। ভারতীয় যাত্রার নাম এবার সর্বোদয় যাত্রা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।


কংগ্রেসের অনেকেই মনে করেছেন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় যাত্রা হলে সেখানেই কংগ্রেসের শক্তি ক্ষয় হবে। সে ক্ষেত্রে ডিসেম্বর থেকে যাত্রা করা উচিত নির্বাচন নিতে গেলে এমনটাই মনে করা হচ্ছে। তাহলে একেবারে লোকসভা নির্বাচনের আগে যাত্রা শেষ হবে। এর প্রভাব অনেকটা বেশি হবে।


কংগ্রেস নেতৃত্ব আগামী দুই মাস ভোটের প্রচারে মন দিতে পারবেন। রাহুল গান্ধী নিজেও একাধিক বার ইঙ্গিত দিয়েছেন, ভারতের দক্ষিণ থেকে উত্তরে ভারত জোড়ো যাত্রার বদলে এবার পূর্ব থেকে পশ্চিমে যাত্রা নিয়ে ভাবনাচিন্তা চলছে।


কংগ্রেস সূত্রের বক্তব্য, দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা যে হবেই তাতে কোনো সংশয় নেই, শুধু এখন সময় ঠিক করা বাকি।

Comments


bottom of page