top of page

ভাঙড়ে মহিলা সুরক্ষা সুনিশ্চিত করতে তৈরি হচ্ছে মহিলা থানা

Writer: Afsana Nigar, WTNAfsana Nigar, WTN

কিছুদিন আগেই ঘোষণা হয় যে, ভাঙড় ডিভিশনের আট থানা কলকাতা পুলিশের আওতায় আসবে। ঠিক তারপর থেকে দেখা যায় পরিকাঠামোতে বদল।


ভাঙড়ের রক্তক্ষরণের ঘটনা কারো অজানা নয়, মনোনয়ন পর্বে জ্বলে ওঠা আগুন সবার দেখা, ভোট পর্বের পর ১৪৪ ধারা জারি হয়েছিল সেই স্থানে মানুষ মৃত্যুরও সাক্ষী হয়।


সেই খতরনাক ভাঙ্গড় কলকাতা পুলিশের আওতায় আসার পর দেখা গেছে প্রশাসনিক স্তরে বদল।

নতুন পুরনো সব মিলিয়ে কলকাতা পুলিশের আওতায় ভাঙড়ের মোট নটি থানায় এসেছে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন গোয়েন্দা বিভাগ ও মহিলা থানা তৈরি করার।


এই মহিলা থানা তৈরি করার উদ্দেশ্য হলো মহিলাদের বিরুদ্ধে সংগঠিত বিপদকে দমন করা। মহিলা সংক্রান্ত যেকোনো ক্রাইমের দেখভাল করা হবে এই দপ্তর থেকে। এবং নারী সুরক্ষা আরো বেশি কঠোর করার প্রচেষ্টা করা হবে। মহিলা সুরক্ষা সুনিশ্চিত করার পাশাপাশি মহিলা সংক্রান্ত অভিযোগ ও সমস্যার দায়িত্বে থাকবে তারা।


এইখানে ভিন্ন ভিন্ন পদে মোট ৩১ টি মহিলা কর্মী নিয়োগ করা হবে। এবং প্রত্যেকেই থাকবে ভিন্ন কাজে ভারপ্রাপ্ত।


কিন্তু চালক পদে যে মহিলা কর্মীকে নিযুক্ত করা হবে তার নিয়োগ হবে চুক্তিভিত্তিক। অর্থাৎ ভারপ্রাপ্ত অফিসারের সময় সীমা হবে এক বছর পর্যন্ত। আবার পরের বছর হবে নতুন নিয়োগ।


Comments


bottom of page