মাত্র ৩০ বছর বয়সেই মারা গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারী।
হীরকজ্যোতি পেশায় ছিলেন একজন চিকিৎসক। আজ বাড়িতে সকাল সাড়ে ১০টা নাগাদ বাবা পরেশের সঙ্গে বসে কথা বলছিলেন তিনি। হঠাৎই অসুস্থ বোধ করায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকেরা হীরকজ্যোতি কে মৃত বলে ঘোষণা করেন।
ওই হাসপাতালের সুপার তাপসকুমার দাস জানান, কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিয়োর এবং দীর্ঘ দিনের কিডনির সমস্যায় মৃত্যু হয়েছে হীরকজ্যোতির। মেখলিগঞ্জের কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন হীরকজ্যোতি। ছিলেন জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। এছাড়া ‘রেড ক্রস সোসাইটি’র মেখলিগঞ্জ মহকুমার সম্পাদক পদেও ছিলেন তিনি।
রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগেও নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর। নিজের ক্ষমতার অপব্যবহার করে মেয়ে অঙ্কিতা অধিকারীকে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তার পরেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি চলে যায় অঙ্কিতার।
Comments