সময়ের আগে ইডি-র দফতরে হাজির নুসরত জাহান
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 12, 2023
- 1 min read
মঙ্গলবার ইডির দফতরে পৌঁছলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। ফ্ল্যাট বিক্রির প্রতারণা মামলায় তাঁকে তলব করা হয়েছে। তিনি আদৌ যাবেন নাকি তা নিয়ে সংশয় ছিল। অভিনেত্রী সময়ের আগেই পৌঁছে গেলেন। সঙ্গে একাধিক ফাইল নিয়ে যান।

নুসরত একটি রিয়েল এস্টেট সংস্থার থাকাকালীন একাধিক ব্যক্তির সঙ্গে ফ্ল্যাট বিক্রির নাম করে আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত।
প্রসঙ্গত, কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান সেই কোম্পানি থেকে কয়েক কোটি টাকা ঋণ নিয়েছিলেন, তা তিনি শোধ করে দিয়েছে। কোম্পানির সঙ্গে তার এখন আর কোনও সম্পর্ক নেই। এই প্রেক্ষিতে, তিনি ব্যাঙ্ক থেকে কেন ঋণ নেননি জানতে চাইতেই। তিনি উত্তর না দিয়ে চলে যান।
সোমবার নিম্ন আদালতে ফ্ল্যাট প্রতারণার মামলার শুনানি ছিল। সেই মামলা অভিনেত্রীর পক্ষে গিয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৪ ডিসেম্বর আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।
অভিযোগকারী বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ফ্ল্যাট প্রতারণার নুসরতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায় এবং ইডির দফতরে। এরপরেই এই তদন্ত শুরু হয়ে।
অভিনেত্রী জানিয়েছে তিনি সবরকম সাহায্য করবে তদন্তকারীদের এই মামলায়। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে।
Comentários