যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বসতে চলেছে সিসি ক্যামেরা। শীঘ্রই কাজ শুরু হবে। তার আগে মঙ্গলবার চূড়ান্ত বৈঠকে বসবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর সঙ্গে থাকবে যে সংস্থাকে সিসি ক্যামেরা বসানোর দায়িত্ব দিয়েছে তার প্রতিনিধিরা।
বিশ্ববিদ্যালয় সিসি ক্যামেরা বসানোর দায়িত্ব পেয়েছে ওয়েবেল। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং মেন হস্টেল সব মিলিয়ে ২৯টি ক্যামেরা বসানো হবে।
কোথায় কোথায় ক্যামেরা বসানো হবে। কাজ কবে থেকে শুরু হবে ,কবে শেষ হবে। এছাড়াও এই সম্পর্কিত যা যা আলোচ্য বিষয়। এইসব বিষয় নিয়ে মঙ্গলবার বৈঠক হওয়ার কথা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর উতলা হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মেন হোস্টেলে র্যাগিং-এর কারণে মৃত্যু হয় ছাত্রের।
এরপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র ইউনিয়ন এবং শিক্ষকদেরকে নিয়ে বৈঠকের পর ক্যাম্পাসে ও হোস্টেলের বিভিন্ন জায়গায় সি সি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত হয়।
Comments