top of page

অক্টোবরে বাংলা জুড়ে শৌর্য জাগরণ যাত্রা বজরং দলের

দুর্গাপুজোর আগে শৌর্য জাগরণ যাত্রা করছে বজরং দল। পশ্চিমবঙ্গে আগামী ১ থেকে ৮ অক্টোবর একাধিক জেলায় রথ বেরোবে।



চারটি রুটে হবে এই যাত্রা। সমান্তরালভাবে চলবে এই রথযাত্রা। সব রুটের যাত্রা শেষ হবে রানি রাসমণি রোডে।


প্রথম রুট শুরু হবে, পূর্ব মেদিনীপুর থেকে হলদিয়ায় ঢুকবে। সেখান থেকে নন্দীগ্রাম। এরপর ঢুকবে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখান থেকে ঝাড়গ্রাম, কোলাঘাট হয়ে ঢুকবে হাওড়ায়। কোনা এক্সপ্রেসওয়ে থেকে হাওড়া ময়দান হয়ে সোজা কলকাতায় প্রবেশ। বড়বাজার, রানি রাসমণি রোডে শেষ হবে।


দ্বিতীয় রুট, শুরু হবে দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে। এরপর ঢুকবে দক্ষিণ বারাসত থেকে নীলগঞ্জ হয়ে বেলঘরিয়া যাবে। আবার বিরাটি থেকে করুণাময়ী ব্রিজ হয়ে যাত্রা শেষ হবে।


তৃতীয়,যাত্রা শুরু হবে,বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি জেলার বিভিন্ন জায়গায়।

চতুর্থ রথ ঘুরবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া থেকে দক্ষিণেশ্বর, ডানলপ মোড়। এরপর রথ ঘুরবে উত্তর কলকাতায়।


এই শৌর্য জাগরণ যাত্রা দেখা যাবে পুরুষোত্তম রামের নানা শৌর্যের কথায়। এই যাত্রার লক্ষ্য হিন্দুত্বের প্রচার ।

Comments


bottom of page