top of page

পুজোর আগে বাড়ছে অনলাইন শপিং প্রতারণা


দূর্গা পুজোর আগে নতুন ফন্দি আঁটে জালিয়াতেরা। তাঁর মধ্যে আছে ব্র্যান্ডেড জামাকাপড় খুব কম দামে বিক্রি করবার টোপ ! আরো নানান রকম সুবিধা দেখিয়ে আকর্ষণ করতে চাইছে পুজো শপিং-এ

উৎসুক ক্রেতাদের।


এখন অনেকেই ঘরে বসে অনলাইনে শপিং করেন। এইসব ক্রেতাদের লক্ষ্য করছে জালিয়াতেরা । সাইবার বিশেষজ্ঞেরা বলছেন, পুজোর আগে কেনাকাটি করার সংখ্যা বাড়ে। ঠিক এই সময় সাইবার প্রতারকেরা নানান ভুয়ো ওয়েবসাইট থেকে নামি-দামি কোম্পানির জিনিস বিক্রি করছে। তাও আবার অনেক টাকা ছাড়ে।


কুপন জেতার লোভও দেখানো হচ্ছে। বিক্রেতাদের তরফ থেকে লিঙ্ক দেওয়া হচ্ছে। ক্লিক করলেই ব্যাঙ্কের অ্যাকাউণ্ট থেকে টাকা চলে যাচ্ছে প্রতারকদের অ্যাকাউণ্টে। এই ভুয়ো ওয়েবসাইটগুলো গুগলের সার্চ ইঞ্জিনের প্রথমের সারিতে বিজ্ঞাপনের মতো করে সাজানো রয়েছে। যাতে গুগল ব্যবহারকারী মানুষদের চোখে সেগুলো সবার আগে পড়ে।


লালবাজার থেকে জানানো হয়েছে, পুজোর আগে কেনাকাটার নাম করে প্রতারণার ঘটনা আটকাতে মানুষকে সবসময়ে সতর্ক করছে পুলিশ।


আমরা সবাই এখন কম বেশি সারা বছরই কেনাকাটি করতেই থাকি। পুজোর আগে কেনাকাটিটা একটু বেশি স্পেশাল হয়। কিন্তু ক্রেতা হিসেবে আমাদের সর্তক থাকতে হবে যাতে এই ধরণের প্রতারণার শিকার আমরা না হই।

Commentaires


bottom of page