শ্রমিক - মালিক অসন্তোষের জেরে কিছুদিন আগে খোলা ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল আবার বন্ধ হয়ে গেল।
মিলটি বন্ধ হওয়ার কারণ হিসেবে জানা যায় যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন কর্মচারীকে
বসিয়ে দেয় মিল কর্তৃপক্ষ।
শ্রমিক সংগঠন থেকে মিল কতৃপক্ষের থেকে এই মিলশ্রমিককে বসিয়ে দেওয়ার কারণ
জানতে চাইলে দুই পক্ষের মধ্যে বচশা শুরু হয়। এই ঝামেলার ফলেই পুজোর আগে মিলটি বন্ধ হল। অসুবিধায় পড়লেন স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে আড়াই হাজার শ্রমিক।
মিলের এক শ্রমিক জানান, সাহেবরা তাদের অল্প বেতন দিয়ে বেশি পরিমাণে খাটিয়ে নেওয়ার পরিকল্পনা করে রেখেছে। কাজে একটু কম বেশি হলেই বাজে ভাষায় গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত দিচ্ছে। এতেই শ্রমিকরা প্রতিবাদ করে ।
এছাড়া শ্রমিকদের বক্তব্য পূজোর আগে প্রভিডেন্ট ফান্ড এবং বোনাসের টাকা দিতে হবে যাতে সেই টাকা দিতে না হয় একটা বাজে কারণ দেখিয়ে মিল বন্ধ করে দিল কর্তৃপক্ষ।
পুজোর আগে হঠাৎ মিল বন্ধ। এবার কীভাবে কাটবে তাঁদের পুজো? তাঁরা এবং তাঁদের প্রিয়জনেরা কি বঞ্চিত হবেন শারদ উৎসবের আনন্দ থেকে?
রাজ্যের অনেক জুট মিল এমন ঝামেলার কারণে ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে কি এই মিলগুলো খোলবার বিষয়ে ইতিবাচক কোনো নতুন পদক্ষেপ নেওয়া হবে?
Comments