top of page

ডেঙ্গি সচেতনতা নিয়ে রাস্তায় নামলেন বিডিও, এবার কি ভাঙর অঞ্চলে ডেঙ্গির মাত্রা কমবে?


ভাঙরের বিডিও কার্তিক চন্দ্র রায় সাস্থ্য কর্মীদের সঙ্গে নিয়ে ডেঙ্গি সচেতনতা রাস্তায় নামলেন । ভাঙর লাঙলবেঁকী গ্রামে ভিসিটি, ভিআরপি আশাকর্মী এএনএম ও এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন তিনি।


সেখানে উপস্থিত ছিলেন জিরানগাছা স্বাস্থ্য কেন্দ্রের অধিকর্তা হিরন্ময় বোস, তৃণমূল কংগ্রেস নেতা তথা ভাঙ্গরে ২ পঞ্চায়েত সমিতির সদস্য খাইরুল ইসলাম, লোকমান মোল্লারা সূত্রে খবর।


বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গি ও পতঙ্গবাহিত রোগ বিষয়ক সচেতন করেন উপস্থিত বিশিষ্ট জনেরা। পাশাপাশি নিজেরাই উদ্যোগী হয়ে জঙ্গল পরিস্কার হাত লাগাতে হবে।


বর্তমানে ভাঙ্গর ২ ব্লকে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৬। ফলে ডেঙ্গি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভাঙর দুই ব্লকের প্রশাসন।


এরফলে ডেঙ্গি সচেতনতা বিষয়ক লাগাতার নানা কর্মসূচি চলবে বলে জানান হয়। অন্যদিকে উপস্থিত প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা এই ডেঙ্গি প্রতিরোধ কর্মসূচী বিষয়ে সমর্থন জানিয়েছেন।

Comments


bottom of page