top of page

অস্ত্র সহ গ্রেফতার দুস্কৃতীরা, বর্ধমান পুলিশের জালে ৩

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

গোপন সূত্রে খবর পায় বর্ধমান থানার পুলিশ। গোদা এলাকার একটি নির্জন জায়গায় ৮-৯ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল। সেই তথ্য অনুযায়ী হানা দিয়ে পুলিশ গ্রেফতার করে তিন দুষ্কৃতীকারীকে।



বাকিরা পালিয়ে যায় পুলিশ আসার খবর পেয়ে। পুলিশের অনুমান, ১৯ নম্বর ন্জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা গাড়িগুলিতে ডাকাতির উদ্দেশ্যে ধৃতরা জড়ো হয়েছিল।


ধৃতদের কাছ থেকে পুলিশ একটি পাইপ গান আর ২ রাউন্ড গুলি উদ্ধার করে। পাশাপাশি ডাকাতি করার বেশ কিছু জিনিস যেমন, লোহার রড, লাঠি ইত্যাদিও পাওয়া যায়। ধৃতরা বড়ো কোনো গ্যাঙের সদস্য বলে মনে করছেন তদন্তকারীরা।


আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হওয়া তিন দুষ্কৃতীকারীদের নাম কাজল, শুভমপ্রসাদ গুপ্ত, রাজু ঘোষ। এদের বাড়ি বর্ধমান শহরেই। গ্রেফতার করে তাদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।

Comments


bottom of page