বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালী মাধ্যমে স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে পথ অবরোধ করলেন আদিবাসী ছাত্র-ছাত্রীরা। আজ বুধবার, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখানোর পাশাপাশি, বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ে এম.এ এবং এম.এস.সি স্নাতকোত্তর কোর্স চালু করতে হবে। উল্লেখ্য, বি.এ ও বি.এস.সি পাসের পর এম.এ ও এম.এস.সি পঠন-পাঠন কিভাবে করবেন তা নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিক্ষোভকারীদের ছাত্রছাত্রীদের অভিযোগ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালী মাধ্যমের স্নাতকোত্তর কোর্স চালু হয়নি। এ নিয়ে দিনকয়েক আগই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে সাঁওতালি মাধ্যমে স্নাতকোত্তর স্তরে পঠন-পাঠন চালানোর আবেদনপত্র জমা দেওয়া হয়েছিল।
এমনকি বিশ্ব আদিবাসী দিবসের আগের দিন (৮ই অগাস্ট) বাঁকুড়ার জেলা শাসককে স্বারকলিপিও প্রদান করা হয় সাঁওতালি শিক্ষা অধিকার মঞ্চের পক্ষ থেকে। এই স্বারকলিপির মূল বিষয়ই ছিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে স্নাতকোত্তরের পঠন-পাঠনের অনুমতি বিষয়ে প্রতিনিধিমূলক আলোচনা করা।
কিন্তু সেখানেই থমকে যায় পঠন-পাঠনের উদ্যোগ। তাই নিজেদের উচ্চ শিক্ষার দাবি নিয়ে বুধবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভে ফেটে পড়লেন সাঁওতালী মাধ্যমের ছাত্র ছাত্রীরা। এদিন বিশ্ব বিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখানো শুরু করে বিক্ষোভকারী ছাত্র ছাত্রীরা।
যতক্ষন পর্য্যন্ত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালী মাধ্যমে স্নাতকোত্তর কোর্স চালু হচ্ছে ততক্ষন এই আন্দোলন চলবে বলেও হুশিয়ারি দিয়েছে আন্দোলনকারীদের একাংশ।
Comments