রাজ্যের বিভিন্ন জেলার সাথে পাল্লা দিয়ে বাঁকুড়া জেলাতেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বাঁকুড়া জেলার চিত্রটাও বেশ উদ্বেগের। বাঁকুড়ার জেলায় ২৬৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। খোদ বাঁকুড়া পৌরশহরে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাফ সেঞ্চুরি ছাড়িয়ে এখন ৫৫।
বাঁকুড়া মেডিকেল সহ জেলার বিভিন্ন বেসরকারি নার্সিংহোম হাসপাতালে মোট ১০ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। ডেঙ্গি পরিস্থিতিকে সামাল দিতে রীতিমত কালঘাম ছুটছে বাঁকুড়া স্বাস্থ্য দপ্তর ও বাঁকুড়া পৌরসভার।
বাঁকুড়া শহরের ঘনবসতি বহুল এলাকা যেমন ৭ ও ১৯ নাম্বার ওয়ার্ডেয় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সব চাইতে বেশি। যদিও ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলার জন্য তৎপর হতে দেখা গেছে পৌরসভাকে। প্রতিদিন এলাকায় নিয়ম করে ঘুরছেন স্বাস্থ্য কর্মীরা, দেওয়া হচ্ছে নালা নর্দমায় স্প্রে। তবুও কিছু কিছু ক্ষেত্রে নজরদারির খামতি রয়েছে।
ডেঙ্গি পরিস্থিতির এই বাড় বাড়ন্তের জন্য নিকাশি ব্যবস্থার বেহাল দশাকেই দূষছেন বাসিন্দারা। এলাকায় যে সমস্ত ঝোঁপঝাড়, পুকুর বা নিকাশি নালা রয়েছে সেগুলো ঠিকঠাক ভাবে দেখভাল করা হয় না। বারবার পৌরসভাকে জানিয়েও কোন লাভ হয়নি বলেই অভিযোগ।
ডেঙ্গি পরিস্থিতির যে খারাপের দিকে এগোচ্ছে তা এক কথায় স্বীকার করে নিয়েছেন বাঁকুড়া পৌরসভা। বেশি মাত্রায় ডেঙ্গি আক্রান্ত এলাকায় সাফাই কর্মী দিয়ে নজরদারি চালানো হচ্ছে নিয়ম করে। পরিস্থিতিকে মোকাবিলায় পৌরসভার মেডিকেল টিমও ঘুরছে এলাকার দাবি তৃণমূল পরিচালিত বাঁকুড়া পৌরসভার উপ পৌরপ্রধানের।
অন্যদিকে এই বর্ষণিক্ত আবহাওয়া অনুকূল পরিবেশ তৈরি করছে ডেঙ্গি সংক্রমণের জন্যে দায়ী অ্যাডিস মশার লার্ভা জন্মাচ্ছে দাবি স্বাস্থ্য অধিকার্তার। পৌরসভা এবং জেলা স্বাস্থ্য দপ্তরকে অ্যাডিস লার্ভা নিধনের অভিযান আরো বাড়াতে বলা হয়েছে বলে দাবি স্বাস্থ্য দপ্তরের।
ডেঙ্গি পরিস্থিতির জন্য পৌরসভাকে কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির । পৌরসভার উদাসীন মনোভাবের জন্যই ডেঙ্গি বাড়ছে দাবি বিজেপি বিধায়কের।
Comments