বেতনের বকেয়া বাড়তে বাড়তে ছুঁয়েছে ৫ মাস। পুজোর আগে সেই বকেয়া বেতনের দাবিতে বাঁকুড়ার সোনামুখী পুরসভায় টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা।
তাঁদের অভিযোগ এই পরিস্থিতিতে রাতের অন্ধকারে বাইরে থেকে শ্রমিক এনে পুরসভা শহর সাফাইয়ের কাজ করানো হচ্ছে। এই কারণেই নতুন করে ক্ষোভ ছড়িয়েছে অস্থায়ী শ্রমিকদের মধ্যে।
বাঁকুড়ার সোনামুখী পুরসভায় গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই অস্থায়ী শ্রমিকদের বেতন বকেয়া হচ্ছে। পুজোর আগে সেটি না মেটানো হলে তারা কোনো কাজে যোগ না দিয়ে এভাবেই কর্মবিরতি চালিয়ে যাবে।
গত দুই সপ্তাহের বেশি সময় ধরে শহরে সাফাই কাজ না হওয়ায় শহরের মুখ ঢাকা পড়েছে জঞ্জালে। রাস্তায় উপচে পড়ছে ময়লা। নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন শহরের মানুষ।
এই পরিস্থিতিতে রাতের অন্ধকারে সোনামুখী পুর-কর্তৃপক্ষ বাইরে থেকে সাফাই কর্মী এনে শহর পরিষ্কারের কাজ করায়। এর জেরেই নতুন করে ক্ষোভ জন্মায় আন্দোলনকারী অস্থায়ী সাফাই কর্মীদের মধ্যে।
পুরপ্রধানের দাবী সোনামুখী পুরসভার যে আর্থিক ক্ষমতা তাতে সর্বাধিক ১৮০ থেকে ২০০ জন অস্থায়ী কর্মীর বেতন চালানো সম্ভব। কিন্তু সেখানে অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় ৪০০। প্রায় দ্বিগুণ কর্মীর বোঝা টানতে গিয়ে মাঝেমধ্যেই বকেয়া পড়ে যাচ্ছে বেতন।
সেই বেতনের দাবীতে অস্থায়ী কর্মীরা কর্মবিরতি করায় শহরের মানুষের পরিষেবার কথা চিন্তা করে বাধ্য হয়ে অন্যদের দিয়ে সাফাই কাজ করাতে হয়েছে।
Comments