top of page
Wrishita Mukherjee, WTN

বাকাদাহর পর ছাতনা! ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু, মৃত্যু নিয়ে কি তাহলে সত্যিই রাজনীতি করছে তৃণমূল?


ফের দেয়াল চাপা পড়ে মৃত্যু! এবার ছাতনায়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই, তৃণমূলের ঘোষণা, ধর্না মঞ্চে নিয়ে আসা হবে মৃতের পরিবারকে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। জানিয়েছে, মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল। কাঁচা দেওয়াল চাঁপা পড়ে মৃত্যুর দায়ও তৃণমূলের দিকে ঠেলে বিজেপির দাবি, আবাস যোজনা টাকা মেরেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। যথার্থ গরীবকে ঘর দেয়নি তৃণমূল।

গত ত্রিশে সেপ্টেম্বর বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকে বোরামারা গ্রামে দেয়াল চাপা পড়ে মৃত্যু হয় তিন শিশুর । পরের দিনই মৃতাদের বাবাকে নিয়ে দিল্লী নিয়ে যাওয়া হয় তৃণমূলের আন্দোলনে। শোনা গেছে যে মৃতের পরিবারের তীব্র অমত থাকা সত্ত্বেও তাদের ভালো হবে বলে নিয়ে যাওয়া হয় দিল্লি। তখনই এই ঘটনা নিয়ে সমালোচনায় সরব হয় সমস্ত মহল।

তার পরের দিনই ছাতনার হাঁসাপাহাড়ি গ্রামে দেওয়াল ধসে মৃত্যু হয় পুরবী হাঁসদা নামের এক বৃদ্ধার। মৃতার এই পরিবারকেও এবার বকেয়া আদায়ের ধরনা আন্দোলনে কলকাতায় নিয়ে আসতে চায় তৃণমূল। জানা গেছে, তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মৃতার ছেলেকে নিয়ে গত রাতে কলকাতা আসবে বলে রওনা দিয়েছেন। তৃণমূল সূত্রের দাবি মৃতার ছেলেকে হাজির করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দাবি, কেন্দ্রের কাছে বকেয়া আদায়ের যে আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে তাতে যোগ দিতে সম্মতি জানিয়েছেন। তার ছেলেও। বিজেপি অবশ্য গোটা বিষয়টিকে মৃতদেহ নিতে রাজনীতি বলতে ছাড়েনি। বিজেপির বক্তব্য, কেন মাথার ওপর পাকা ছাদ পায়নি পরিবারটি? কেন আবাস যোজনার তালিকায় ঐ পরিবারের নাম নেই? তার জবাব দিতে হবে তৃণমূলকেই । তৃণমূলের চুরি আর দুর্নীতির কারণেই এ রাজ্যের মানুষ আবাস যোজনার ঘর পাওয়া থেকে বঞ্চিত হয়েছে এখন রাজনৈতিক স্বার্থে তৃণমূল মৃত্যু নিয়ে রাজনীতি করছে।

Comments


bottom of page