top of page

বাঁকুড়ায় গুলি কাণ্ডে গ্রেফতার হলো আরও এক অভিযুক্ত


বিহার থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বাঁকুড়া পুলিশ। গুলি কাণ্ডে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল গিয়ে দাড়ালো ২।


৫ ই সেপ্টেম্বর বাঁকুড়ার কেশিয়াকোলে গুলি চলে। সেই ঘটনায় বিহারের গয়া থানার দাউদপুর থেকে শনিবার রাতে বাঁকুড়া পুলিশ গ্রেফতার করে প্রতাপ দাস নামে এক দুষ্কৃতীকে।


শুক্রবার রাতে পুলিশের জালে ধরা পড়ে সেই দুষ্কৃতী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ খোঁজ পায় আজগাইবি শর্মা নামে এক দুষ্কৃতীর।


পুলিশ সূত্রে জানা গেছে বাঁকুড়ার গুলি চালানোর ঘটনার মূল মাস্টারমাইন্ড আজগাইবী। এছাড়াও একাধিক জায়গায় গুলি চালানোর ঘটনায় মূল চক্রী হিসেবে কাজ করেছে এই ব্যক্তি। তার নেতৃত্বেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছিল।


রবিবার প্রতাপ দাসকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করা হয়। আগামী ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

コメント


bottom of page