top of page

বিষ্ণুপুরে উড়ালপুল তৈরির কাজ শুরু, ট্রাফিক ড্রাইভারসনের সিদ্ধান্ত নিলো বাঁকুড়া জেলা প্রশাসন


বাঁকুড়া দক্ষিণ-পূর্ব রেলপথের ওপর বিষ্ণুপুর ৬০নম্বর জাতীয় সড়কে উড়ালপুল তৈরির কাজ শুরু হয়েছে। কাজ চলবে ৩০ শে অক্টোবর পর্যন্ত। এই সময় জাতীয় সড়কে ট্রাফিক ডাইভারসনের সিদ্ধান্ত নিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। জাতীয় সড়কটির বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কাছে আড়াআড়িভাবে দক্ষিণ-পূর্ব রেল পথকে অতিক্রম করেছে। লেভেল ক্রসিং থাকায় চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হতো সাধারণ মানুষকে।


সমস্যার সমাধানের জন্য বছর কয়েক আগে বিষ্ণুপুর স্টেশন এর কাছাকাছি ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ সময় পর অবশেষে এই ফ্লাইওভার নির্মাণের শেষ পর্যায়ের কাজ শুরু হয় গত সোমবার থেকে।


তাই আগামী সোমবার থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত বিশেষ বিশেষ সময়ে এই ৬০নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে। তবে বিকল্প রাস্তার কথাও ভাবা হচ্ছে।


অন্যদিকে, ৩০শে অক্টোবর পর্যন্ত বেশ কয়েকদিন এই পথে যাতায়াতকারী ট্রেনগুলির সূচিও বদল ঘটবে বলে জানা গেছে।


তবে স্থানীয় মানুষদের মতামত পুজোর আগে এরূপ ট্রাফিক ড্রাইভারসন এবং টিন চলাচল বন্ধ হয়ে পড়লে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুরের কাছাকাছি এলাকার মানুষরা সমস্যায় পড়বেন। রাস্তায় তৈরি হবে তীব্র যানজট।


যদিও প্রশাসন সূত্রে খবর যানজটের কোন সমস্যা হবেনা, সেই কথা মাথায় রেখেই তারা সমস্ত রকমের ব্যবস্থা নেবেন।

Comments


bottom of page