top of page

গ্রামের রাস্তা বেহাল, সংস্কাকারের দাবিতে কারখানার গেট আটকে বিক্ষোভ স্থানীয়দের


বেসরকারি কাস্টিং কারখানার ভারী এবং অতি ভারী যান চলাচলের জন্য বেহাল অবস্থা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ভদড়া মোড় থেকে জয়সিংহপুর যাওয়ার রাস্তার। রাস্তাটির ওপরে একটি বেসরকারি কাস্টিং কারখানা রয়েছে। সূত্রের খবর, কারখানায় ভারী এবং অতি ভারী লরি চলাচল করায় কারখানা লাগোয়া কাঁচা রাস্তা শোচনীয় অবস্থায় ।এই রাস্তা দিয়েই স্থানীয় জয়সিংহপুর, বড়শাল, দুবেরডাঙ্গা, লছিপুর সহ সাত থেকে আটটি গ্রামের মানুষ যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটেছে। রবিবার কারখানার গেট আটকে অবিলম্বে এই রাস্তা মেরামতির ডাক দিয়েছে স্থানীয় গ্রামবাসীরা। কারখানা কর্তৃপক্ষের দাবি, আগস্ট মাস থেকেই রাস্তা মেরামতির কাজ শুরু হলেও বৃষ্টির কারণে সাময়িকভাবে কাজ বন্ধ হয়েছে। বৃষ্টি বন্ধ হলে আবার মেরামতির কাজ শুরু হয়ে যাবে।

Comments


bottom of page