top of page

সমবায় ব্যাঙ্কে ১২ লক্ষ টাকা ডাকাতি! সিসি ক্যামেরার হার্ড ডিক্স নিয়ে পালালো ডাকাত দল

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN

এ যেন একেবারে দিনে-দুপুরে ডাকাতি।।হলদিয়ার সমবায় ব্যাঙ্কে ডাকাতি। ভল্ট থেকে প্রায় ১৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল ডাকাত দল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানা এলাকায় একটি সমবায় ব্যাঙ্কে।


অভিযোগ, বুধবার দুপুরে হঠাতই একদল ডাকাত ঢুকে পড়ে সমবায় ব্যাঙ্কে। এরপরই ভল্ট ভেঙে লুটপাট চালাতে শুরু করে তাঁরা। ডাকাতি করে বেরোনোর সময় সিসি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় তাঁরা। এর ফলে ঘটনার তদন্ত করতে এসে বিরম্বনায় পড়েছেন সুতাহাটা থানার পুলিশ।


ঠিক কখন, কীভাবে ডাকাতেরা দোকানে ঢুকেছে তা দেখা যায়নি। এই মুহূর্তে, ব্যাঙ্কের আশপাশের যে সব দোকান ও এবং বাড়িতে সিসি ক্যামেরা আছে তা খতিয়ে দেখছে পুলিশ। সেই ফুটেজ সংগ্রহ করে ডাকাতদলকে চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।


Comments


bottom of page