জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সঙ্গে এদিনই দ্বিপাক্ষিক পার্শ্ব-বৈঠকে বসবেন তিনি।
বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে মন্ত্রী জানান, "বাংলাদেশি এবং ভারতীয় টাকার লেনদেন সুগম করা, কৃষিখাতে গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে তিনটি সমঝোতাপত্র সই হতে পারে।"
একই সঙ্গে মন্ত্রী ঘোষণা করেন করেন দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে মূলত বিদ্যুৎ ও রেলপথের একাধিক প্রকল্পের উদ্বোধন হতে পারে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শেষে জি-২০ শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে নয়াদিল্লিতে। এই সম্মেলনের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদী। জি-২০ সদস্য না হলেও, দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে এদিন আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
জি-২০'র নৈশভোজে আমন্ত্রণ দুই দেশের সম্পর্কের উন্নতির দৃষ্টান্ত বলেই মনে করছেন কূটনৈতিক মহল। পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধি এদিন দিল্লিতে হাজির থাকবেন পড়শি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আব্দুল মোমেন আরো জানান, শুক্রবার ঢাকা থেকে ভারতের রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা। এদিনই প্রধানমন্ত্রীর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা।
Comentarios