বৃহস্পতিবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ এলাকায়। সীমান্তের কাঁটাতার কেটে বাংলাদেশ থেকে এপারে আসার চেষ্টা করে এক দল পাচারকারীরা।
বিএসএফ সূত্রে খবর, কাঁটাতার দিয়ে ঘেরা এলাকাটি। রাতে টহল দিতে গিয়ে জওয়ানরা দেখে কয়েকজন ব্যক্তি কাঁটাতার কাটছে। বাধা দাওয়ায় পালটা হামলা চালায় বলে অভিযোগ। এরপরই আত্মরক্ষার্থে গুলি ছোঁড়েন জওয়ানরা। ১ জনের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়।
কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে সেই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
Comentarios