top of page

"বাঙালি কাঁকড়ার জাত ও ভণ্ড" বিশ্বভারতীর বিরুদ্ধে আদালতের পথে বাংলাপক্ষ

বাংলা পক্ষের অভিযোগ খোদ বিশ্বভারতীর ওয়েব সাইটে লেখা 'বাঙালি ভণ্ড ও কাঁকড়ার জাত'। তবে বিতর্কিত নোটিশ কে লিখেছেন, উল্লেখ নেই।



যাদবপুরে র‌্যাগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ওয়েবসাইটে বিবৃতি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। নামহীন সেই বিবৃতিতে পুনরায় বাঙালি বিদ্বেষের অভিযোগ আনলো বাংলাপক্ষ। ঘটনার বিরোধিতায় মঙ্গলবারই বাংলা একাডেমির সামনে রাণুছায়া মঞ্চে জমায়েত কর্মসূচি ঘোষণা করেছে তারা।

এদিকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে কারো নাম না থাকলেও, ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মীদের একাংশের অভিযোগ - বিবৃতির নেপথ্যে রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

বাংলাপক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় রাণুছায়া মঞ্চে জমায়েতের ডাক দিয়ে বলেছেন, অবিলম্বে এই বয়ানের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন তারা। বাংলাপক্ষের দাবি, ''দিল্লির বিজেপি সরকার, বাংলা ও বাঙালির গর্ব বিশ্বভারতীর ওপর নিষ্পেষণ চালাচ্ছে। তারই অঙ্গ হিসেবে বন্ধ হয়েছে পৌষমেলা। বদলে ফেলা হচ্ছে বিশ্বভারতীর লোকাচার ও পরম্পরা। সেই আক্রমণ ও আগ্রাসনের পথ ধরেই এবারের বিবৃতিতে বাংলার জীবন ও সংস্কৃতিকে ভয়ঙ্করতম অপমান করলো বিশ্বভারতী।''

Σχόλια


bottom of page