top of page

মেইরা পাইবি এবং পাঁচটি স্থানীয় ক্লাবের ডাকা আটচল্লিশ ঘন্টার বন্ধ, ইম্ফল উপত্যকার জীবন ব্যাহত


ইম্ফল উপত্যকায় মেইরা পাইবি (মশাল-ধারী নারীবৃন্দ) হিসেবে পরিচিত স্থানীয় ক্লাবগুলি ৪৮ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে। আগ্নেয়াস্ত্র সহ ছদ্মবেশী সামরিক পোশাক পরিহিত পাঁচজন যুবকের মুক্তির দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়।


উপত্যকায় যানবাহন চলাচলের অনুমতি থাকলেও অধিকাংশ বাজার দোকান বন্ধ ছিল। স্থানীয় মানুষদের জীবনযাত্রা যথেষ্ট ব্যাহত হয়।


গ্রেফতার হওয়া যুবকরা তাঁদের গ্রামীণ স্বেচ্ছাসেবক বলে দাবি করে, যারা কুকি জো জঙ্গিদের আক্রমণ থেকে তাঁদের গ্রাম রক্ষা করছে।


সোমবার মেরা পাইবি ইম্ফল পূর্ব জেলার খুরাই এবং কংবা, ইম্ফল পশ্চিম জেলার কাকওয়া, বিষ্ণুপুর জেলার নাম্বোল এবং থাউবাল জেলার বিভিন্ন এলাকা সহ আরও কয়েকটি স্থানে রাস্তা অবরোধ করেছিল। অবরোধ চলাকালিন তাদের দাবি ছিল আটক যুবকদের মুক্তি।


পোরোম্পট থানা পুলিশ পাঁচ যুবকের মুক্তির দাবিতে নিরাপত্তা বাহিনীকে কয়েক রাউন্ড টিয়ারগ্যাসের শেল ছুড়েছে। কিছু বিক্ষোভকারী এবং একজন আরএএফ কর্মী সংঘর্ষের সময় সামান্য আহত হয়েছেন।

Comments


bottom of page