আজ ১৪ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বালুরঘাটে অনুষ্ঠান করে পালন করা হলো স্বাধীনতা দিবস।
১৯৪২ সালের 'ভারত ছাড়ো' আন্দোলনের সময় ১৪ সেপ্টেম্বর বালুরঘাটে দশ হাজারেরও বেশি মানুষের আন্দোলনে আছড়ে পড়েছিল ব্রিটিশ প্রশাসনের উপর।
শহরে অবস্থিত ট্রেজারি আদালত, ব্যাঙ্ক ও পোস্টঅফিসের সরকারি নথি ও আসবাবপত্র পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। সেদিন স্বাধীনতা সংগ্রামীরা ট্রেজারি ও আদালতের মাথায় উঠে ব্রিটিশের ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে তেরঙ্গা উত্তোলনের মাধ্যমে বালুরঘাটকে স্বাধীন বলে ঘোষণা করেছিল।
বালুরঘাটের এই আন্দোলনের উত্তাপ এতটাই তীব্র ছিল যে মহকুমাশাসক পালাউল্লাহ ও ব্রিটিশ পুলিশকে রীতিমতো পালিয়ে প্রাণ বাঁচাতে হয়েছিল।
ব্রিটিশ সরকারকে তা এতটাই ধাক্কা দিয়েছিল যে সেদিন অন্ধকার নামতেই শুরু হয় পুলিশি অত্যাচার। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বালুরঘাটের শরৎ চট্টোপাধ্যায় পুলিনবিহারী দাশগুপ্ত সহ একাধিক স্বাধীনতা সংগ্রামীরা।
আজ এই উপলক্ষেই আজকের দিনটিকে বালুরঘাট দিবস হিসেবে পালিত করা হয়। শহীদ বেদীতে মাল্যদান করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্য আধিকারিকরা।
Comments