top of page

আদালতে পেশ করার আগে বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ ইডির



বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে জ্যোতিপ্রিয়কে, হেফাজতে চাইবে ইডি।ইডি সূত্রে বলা হচ্ছে, শুক্রবার জ্যোতিপ্রিয়কে আদালতে পেশ করা হবে। তাঁকে হেফাজতে চেয়ে ইডির তরফে সওয়াল করবেন আইনজীবী ফিরোজ ইডুলজি। কিন্তু শুক্রবার তা করা হয়নি তাই শনিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।


বাকিবুর রহমানকে শনিবার আদালতে পেশ করার আগে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি তাই শনিবার আদালতে পেশ করার আগে এক দফা জিজ্ঞাসা বাদ করতে চায় তদন্তকারী আধিকারিকরা।


যেহেতু তদন্তকারী আধিকারিকরা মনে করেছিল জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে পাওয়ার পরে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে গোটা পরিকল্পনা করা হয়েছিল জিজ্ঞাসাবাদ এর প্রক্রিয়া শেষমেষ তা সম্ভব হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকেকে হেফাজতে পেলেও অসুস্থ হওয়ার কারণে সম্ভব হয়নি সেই কারণেই শেষমেষ তদন্তকারী আধিকারিকরা সিদ্ধান্ত নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল বাকিবুর রহমান সম্পর্ক এছাড়া বেশ কিছু বিষয় নিয়ে সেই সমস্ত বয়ান নিয়েই বাকিবুর রহমানের বয়ান লিপিবদ্ধ করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা।

Коментари


bottom of page