বহরমপুরে সরকারি জায়গার অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন
- Ruchika Mukherjee, WTN
- Sep 25, 2023
- 1 min read

বহরমপুরে চালতিয়া বিল লাগোয়া সরকারি জায়গাতে করা হয়েছিলো বাড়ি। জোর করে দখল করে করা হয়ে বাড়িটি। আদালতের নির্দেশ অনুসারে বাড়িটি ভাঙল প্রশাসন।
জেসিবি দিয়ে সেই দিন বাড়িটি ভেঙে দেওয়া হয়।বহরমপুর সদর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশেই বাড়ি ভাঙা হচ্ছে।
জমিটি ছিল ভাকুড়ি মৎস্যজীবী সমবায় সমিতির অফিসের রাস্তার পাশে। চালতিয়া বিলের পাশের এই জমিতে অবৈধ নির্মাণ হচ্ছিলো। যা নিয়ে আদালতে অভিযোগ করেছিল ভাকুড়ি মৎসজীবি সমবায় সমিতি।
তাদের দাবি চালতিয়া বিলের খাল সংলগ্ন জমিটি দখল করে নিয়ে ছিল এক ব্যক্তি। তাতেই বেআইনি ভাবে বাড়ি বানিয়েছেন তিনি।
প্রশাসনের থেকে জানা গিয়েছে জমির মালিক হলেন মুর্শিদাবাদ জেলা পরিষদ। কিন্তু কাউকে কিছু না জানিয়ে জোর করে সেখানে বাড়ি বানিয়েছিলেন কাউসার সেখ নামের ওই ব্যক্তি।
তার বানানো দুটি ঘর এদিন জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেন প্রশাসনের লোক।
Commenti