নার্সিং স্টাফকে শ্লীলতাহানির অভিযোগ উঠল অ্যাসিস্টেন্ট চিফ মেডিকেল অফিসার অফ হেলথ -এর বিরুদ্ধে। বহরমপুর চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফিসের ঘটনা।
অভিযোগ, কাজে ডাকার নাম করে একজন এএনএম কর্মীকে ডাকেন অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার অফ হেলথ রাজীব সান্যাল। এরপর তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
প্রতিবাদে চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ অফিসে বিক্ষোভ দেখান রাজ্য কো- অর্ডিনেশন কমিটির মুর্শিদাবাদ জেলা শাখার সদস্যরা।
চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত রাজীব স্যান্যাল জানান, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এ বিষয়ে কিছু বলব না"।
Comments