top of page
Wrishita Mukherjee, WTN

সরকারি বেতনভুক্ত শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধের দাবিতে স্কুল পরিদর্শক


উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বাগদা পশ্চিম চক্রের স্কুল পরিদর্শক মিলন কান্তি পাল ও বাগদা থানার ওসি র কাছে গৃহ শিক্ষকরা এদিন একটি ডেপুটেশন জমা দেয়।


তাঁদের দাবি, সরকারি বেতনভুক্ত শিক্ষকরা অবিলম্বে গৃহ শিক্ষকতা বন্ধ করুক। এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবে বলে তারা হুশিয়ারি দিয়েছেন ।


যদিও বাগদা পশ্চিম চক্রের স্কুল পরিদর্শক মিলন কান্তি পাল স্কুল শিক্ষকদের বিরুদ্ধে গৃহ শিক্ষকতার অভিযোগ পেয়েই তৎপর হয়েছেন । শিক্ষকদের যে তালিকা গৃহ শিক্ষকরা জমা দিয়েছেন সেই তালিকা ধরে শিক্ষকদের এস আই অফিসে ডেকে পাঠিয়েছেন ।


এই বিষয়ে বাগদা পশ্চিম চক্রের স্কুল পরিদর্শক মিলন কান্তি পাল বলেন আমার কাছে গৃহ শিক্ষকরা এসে একটি অভিযোগ জানিয়েছে । সরকারি নিয়মে উল্লেখিত আছে কোন ব্যক্তি স্কুল শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে গৃহ শিক্ষকতা করতে পারবে না । আমি অভিযোগ পেয়ে বিষয়টিকে খতিয়ে দেখছি। এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Comentarios


bottom of page