top of page

হুগলীতে এক শিশুকে মদ খাইয়ে প্রাণে মারার চেষ্টা বাবার, অভিযোগ মায়ের

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN


হুগলীর আঁইচগড় গ্রামের ঘটনা । বুধবার রাতে মদ খাওয়া নিয়ে গ্রামের বাসিন্দা বুলু বাগ ও সন্ন্যাসী বাগের মধ্যে তুমুল অশান্তি হয়।


সেই অশান্তির মাঝে অঝোরে কাঁদছিলো তাঁদের আট মাসের শিশু। কান্না থামাতে সেই ছোট্ট শিশুটির মুখে তাঁর বাবা মদ ঢেলে দেয়। এই ঘটনার পর মায়ের চিৎকার শুনে প্রতিবেশীর জড়ো হয় ওই স্থানে।


স্থানীয়দের অভিযোগ সেই সময়ই সন্ন্যাসী তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করে। মারধর করে বাড়ি থেকে বের করেও দেওয়া হয়। অভিযোগ, ঘটনায় শুরু থেকেই ছেলেকে মদত দিচ্ছিলেন সন্ন্যাসীর বাবা বালক বাগ।


এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডুয়া থানার পুলিশ। মদ্যপ অবস্থায় থাকা সন্ন্যাসী বাগের থেকে শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে।


শিশুটির মা তাঁর স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ তাঁর বাচ্চাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল তাঁরা।


এই অভিযোগের ভিত্তিতে শিশুটির বাবা ও দাদুকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁদের তোলা হয় চুঁচুড়া আদালতে। বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Comments


bottom of page