‘জওয়ান’-কে অস্কারের জন্যে প্রতিযোগিতায় নিয়ে যেতে চান ছবির পরিচালক অ্যাটলি
- Ruchika Mukherjee, WTN
- Sep 18, 2023
- 1 min read

৭ সেপ্টেম্বর বক্স অফিসে মুক্তির সঙ্গে সঙ্গেই ঝড় তুলেছে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের ছবি 'জওয়ান'। এক হাজার কোটি টাকা আয়ের দরজায় পৌঁছে একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে শাহরুখ খানের এই সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি।
বক্স অফিসে- এ রাজত্ব করবার পর অ্যাটলি পরিচালিত 'জওয়ান'-এর এখন লক্ষ্য অস্কার। এই বিষয় নিয়ে কিছুটা রসিকতা করেছেন অ্যাটলি। তিনি বলেছেন, "অস্কারে 'জওয়ান'-এর যাওয়া উচিত। যদি সব কিছু ঠিকঠাক থাকে।"
ই-টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে অ্যাটলিকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি অস্কারের দিকে নজর রাখছেন কি না? উত্তরে পরিচালক বলেন, “অবশ্যই। অস্কারে ‘জওয়ান’-এরও যাওয়া উচিত, যদি সব কিছু ঠিকঠাক থাকে। দেখা যাক, আমার মনে হয় শাহরুখ খান স্যার এই সাক্ষাৎকারটি দেখবেন। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করব, স্যার, আমরা কি এই সিনেমাটি অস্কারে নিয়ে যাব?”
‘জওয়ান’ ইতোমধ্যেই বানিজ্যিক হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এর পর থেকেই জওয়ান ঝড় তুলেছে সিনেমা হলে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে, মুক্তির ১১ দিনের মধ্যে ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে জওয়ান।
বর্তমানে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮৬০ কোটির মতো। ভারতীয় বক্স অফিসেও জওয়ান ঝড় বেড়েই চলেছে।
ভারতে ‘জওয়ান’-এর মোট আয় এখন ৪৭৭.২৮ কোটি টাকা । এর মধ্যে কেবল হিন্দি ভার্সনেই ৪৩০ কোটি আয় করেছে।
Comments