শাহরুখ খান, নয়নতারা এবং বিজয় সেতুপতি অভিনীত অ্যাটলি পরিচালিত 'জওয়ান "একটি ব্লকবাস্টার হিন্দি সিনেমা। অ্যটলির ব্লকবাস্টার 'জওয়ান' আজ পর্যন্ত সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি সিনেমা। তাছাড়াও 'জওয়ান'-এর মাধ্যমে অ্যটলি হিন্দি সিনেমার দুনিয়াতে প্রবেশ করলেন।
অ্যটলি তার ছবিতে মূলত একাধিক প্লট লাইনের ব্যবহার করেছেন। তা ছাড়াও স্লো মোশন, আউট- স্ট্যান্ডিং অ্যাকশন ও শাহরুখের দ্বৈত চরিত্রে অভিনয়ে ছবিটি হয়ে উঠেছে চিত্তাকর্ষক। জওয়ান ছবিটিতে রয়েছে টান্যটান গল্প, আর আছে অ্যাকশন, রোম্যান্স, ড্রামা এবং কমেডি-র ভরপুর উপাদান।
সম্প্রতি একটি সাক্ষাতকারে অ্যাটলি বলেছেন যে, কেন তিনি তাঁর ছবিতে একাধিক প্লটের ব্যবহার করেন। তার মতে দর্শকদের বিনোদনের জন্যে যা যা পছন্দ তা যাতে তার ছবি থেকে দর্শকরা দ্রুত পান, সেটুকু নিশ্চিত করেন।
তিনি তাঁর ছবির বিভিন্ন অনুভূতির সঙ্গে তুলনা করেছেন একটা গ্রামের উৎসবের। যার প্রধান লক্ষ্য হলো বিনোদন। তিনি আরও বলেছেন যে, যাতে দর্শকের মনে হিংসা না ছড়ায় তাই তিনি খুব স্বাভাবিক ও নিয়ন্ত্রিত উপায়ে নেগেটিভ সিনগুলি নিয়ে আসতে চান।
এছাড়াও তাঁর ছবিটি যাতে সব বয়েসের লোকরা উপভোগ করতে পারে তা তিনি সবসময়ে মাথায় রাখার চেষ্টা করেন।
Commentaires